জিম্বাবুয়ে সিরিজের সব ম্যাচ খুলনায়

স্টাফ রিপোর্টার: জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া হলেও জিম্বাবুয়ে সিরিজের সব ম্যাচ সিলেটে হবে বলে সিদ্ধান্ত প্রায় চূড়ান্তই ছিলো। কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভাবনায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। চারটি টি-টোয়েন্টি ম্যাচই এখন হবে খুলনায়। গতকাল মঙ্গলবার বিসিবিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক শেখ সোহেল নিশ্চিত করেছেন, এবার খুলনায় হওয়ার এ সিদ্ধান্ত চূড়ান্ত। আসলে শুরু থেকেই আলোচনা ছিলো যে চারটি ম্যাচ যেহেতু, সিলেট আর খুলনা মিলিয়ে হবে দুটি করে ম্যাচ। কিন্তু খুলনা ও সিলেটের দূরত্ব অনেক। মিডিয়া, ব্রডকাস্টিং যন্ত্রপাতি বহনের ঝামেলা, অনেক সমস্যা হবে। এজন্য শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যেহেতু সিলেটে হবে, জিম্বাবুয়ে সিরিজ খুলনাতেই রাখব। এ সিদ্ধান্ত চূড়ান্ত। গতকাল মঙ্গলবার সিরিজের আনুষ্ঠানিক সূচিও ঘোষণা করেছে বিসিবি। ম্যাচ চারটি হবে ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে জিম্বাবুয়ে বাংলাদেশে পা রাখবে ১১ জানুয়ারি। বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলো এ খুলনাতেই, ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এর পর খুলনায় টেস্ট ও ওয়ানডে হলেও আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়নি।