জিম্বাবুয়ের সাথে ব্যবধান কমানোর সুযোগ বাংলাদেশের

মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো খেলে জিম্বাবুয়ের সাথে রেটিং পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ বাংলাদেশের সামনে।আইসিসি টেস্ট ৱ্যাঙ্কিং নয় নম্বরে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট ৩৯ আর দশ নম্বরে থাকা বাংলাদেশের ২১।আগামীকাল শুক্রবার সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার দু ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে।১-০ব্যবধানে সিরিজ জিতলে ১৩ রেটিং পয়েন্ট আর ২-০ ব্যবধানে জিতলে ১৫ রেটিংপয়েন্ট বাড়বে বাংলাদেশের। সেক্ষেত্রে ১০ রেটিং পয়েন্ট হারাবে ওয়েস্টইন্ডিজ।
সিরিজ ড্র হলেও ৭ রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের, আর স্বাগতিকরা হারাবে ৪ রেটিং পয়েন্ট।৭৪রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ দু টেস্টই জিতলে তাদের একরেটিং পয়েন্ট বাড়বে। সেক্ষেত্রে ২ রেটিং পয়েন্ট কমবে বাংলাদেশের।