জিম্বাবুয়ের শততম টেস্টে শ্রীলংকা

 

মাথাভাঙ্গা মনিটর: নিজেদের শততম টেস্টে হার এড়ানোর জন্য প্রাণপণে লড়াই করেছে জিম্বাবুয়ে। কিন্তু শ্রীলংকা স্বাগতিকদের হতাশ করে প্রথম টেস্ট জিতে নিল ২২৫ রানে। বুধবার হারারে টেস্টের পঞ্চম ও শেষদিন ম্যাচ বাঁচানোর জন্য জিম্বাবুয়েকে ব্যাট করতে হতো ১৫ ওভার। ক্রেমার তখন ৪১ এবং ১০ নম্বরে ব্যাট করতে নামা কার্লমুম্বা অপরাজিত ছিলেন তিন রানে। আর দুই রান যোগ করেই ক্রেমার শ্রীলংকা দলপতি রঙ্গনা হেরাথের স্পিনে স্টাম্পিংয়ের শিকার হন। ক্রেমার আউট হওয়ার ১৯ বল পর দিলরুয়ান পেরেরা ক্রিস এমপফুর স্টাম্প ছত্রখান করে দিয়ে শ্রীলংকাকে জিতিয়ে দেন। তখনও ৪৫ বল বাকি। ক্রেমার ম্যাচসেরা হয়েও দিনশেষে পরাজিত। লাঞ্চের ছয় ওভার পর ক্রেমার যখন ক্রিজে আসেন, হিথ স্ট্রিকের দল তখন ৩২ রানে পাঁচ উইকেট হারিয়েছে। শন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে প্রথমে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেমার সপ্তম উইকেটে ৩৯ রান যোগ করেন ১৯.৪ ওভারে। এরপর নবম উইকেটে মুম্বাকে (৬২ বলে অপারিজত ১০) নিয়ে যোগ করেন ৩৮ রান। এই জুটি স্থায়ী হয় ১৯.১ ওভার। জিম্বাবুয়ে মাত্র ছয় রানে চার উইকেট হারায়। সাত ম্যাচ পর শ্রীলংকা অ্যাওয়ে টেস্ট জিতল। আর অধিনায়ক হিসেবে হেরাথ জিতলেন এই প্রথম। শ্রীলংকা প্রথম ইনিংস ৫৩৭ (করুনারত্নে ৫৬, সিলভা ৯৪, পেরেরা ১১০, থারাঙ্গা ১১০*, গুনারত্নে ৫৪। ক্রেমার ৪/১৪২)। জিম্বাবুয়ে প্রথম ইনিংস ৩৭৩ (মাওইয়ো ৪৫, মুর ৭৯, ক্রেমার ১০২*, তিরিপানো ৪৬। লাকমাল ৩/৬৯, হেরাথ ৩/৯৭)। শ্রীলংকা দ্বিতীয় ইনিংস ২৪৭/৬ ডিক্লেয়ার (করুনারত্নে ১১০, ডি সিলভা ৬৪। মুম্বার ৪/৫০)। জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস ১৮৬ (মাওইয়ো ৩৭, উইলিয়ামস ৪০, ক্রেমার ৪৩। হেরাথ ৩/৩৮, পেরেরা ৩/৩৪)। ফল : শ্রীলঙ্কা ২২৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : ক্রেমার (জিম্বাবুয়ে)।