জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো নিউজিল্যান্ডই

Zimbabwe NewZealand Cricket

মাথাভাঙ্গা মনিটর: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ৩৮ রানে জিতেছে সফরকারী নিউজিল্যান্ড। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো ব্ল্যাক ক্যাপসরা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। ব্যাটিঙে নেমে সূচনা ভালো করতে পারেননি নিউজিল্যান্ডের দু ওপেনার মার্টিন গাপটিল ও টম লাথাম। আগের ম্যাচে অবিচ্ছিন্ন ২৩৬ রানের জুটি গড়া গাপটিল ও লাথাম তৃতীয় ম্যাচে উদ্বোধনী জুটিতে যোগ করেন মাত্র ৪৪ রান। এর মধ্যে ১৬ রান অবদান রেখে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফেরেন লাথাম। এরপর দলের ইনিংসটা ভালোই মেরামত করেন গাপটিল ও অধিনায়ক কেন উইলিয়ামসন। জুটিতে ৫৬ রান করেন তারা। ৪২ রান করে গাপটিল ফিরে গেলে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে দলের ইনিংসটাকে ভালো অবস্থায় টেনে নিয়েছেন উইলিয়ামসন। ১০৯ বলে ৯০ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ৮টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির মার ছিলো। শেষদিকে গ্র্যান্ট ইলিয়টের ৩৬, জেমস নিশামের অপরাজিত ৩৭ ও নাথান ম্যাককালামের অপরাজিত ২৫ রানে ৬ উইকেটে ২৭৩ রানের বড় স্কোর পায় নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের পক্ষে গ্রায়েম ক্রেমার ৪৪ রানে ৩ উইকেট নেন। জবাবে নিজেদের ইনিংসের শুরু থেকেই ম্যাচে দারুনভাবে টিকে ছিলো জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে দলের স্কোর শতরানের দোড়গোড়ায় পৌঁছে দেন দু ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও চামু চিবাবা। দুজনের কাছ থেকে দল পায় ৯৭ রান। যা নিউজিল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ে ওপেনারদের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। চিবাবা ৩২ রানে আউট হলে বল হাতে প্রথম সাফল্য পায় নিউজিল্যান্ড। এরপর দ্রুত ২ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। কারণ হারানো ওই দুটি উইকেটই ছিলো জিম্বাবুয়ের জন্য সবচেয়ে বেশি ক্ষতির ব্যাপার। মাসাকাদজা ৫৭ ও অধিনায়ক এলটন চিগাম্বুরা ৩ রান করে ফিরেন। দলের সেরা দু ব্যাটসম্যানকে হারিয়ে পরবর্তীতে আর ম্যাচে ফিরতে পারেনি জিম্বাবুয়ে। অবশ্য দলকে ম্যাচে ফেরাতে এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে গেছেন শন উইলিয়ামস। কিন্তু উইলিয়ামসের ৬৩ রান জিম্বাবুয়ের হার এড়াতে পারেনি। ১৪ বল হাতে থাকতেই ২৩৫ রানে অলআউট হয়ে ম্যাচ হার বরণ করে নেয় স্বাগতিকরা। সেই সাথে সিরিজও। নিউজিল্যান্ডের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন মিচেল ম্যাকক্লেনাঘান। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসসন। ৯ আগস্ট একমাত্র টি-২০ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।