জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন ব্ল্যাটার

মাথাভাঙ্গা মনিটর: ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফার পদত্যাগকারী প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার এবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দুর্নীতি তদন্তের অংশ হিসেবেই ব্ল্যাটারকে জিজ্ঞাসাবাদ করা হবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশা করছেন ফিফার অভিযুক্ত কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা তাদেরকে ব্ল্যাটারের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহে সহায়তা করবে।

পঞ্চম দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার চারদিনের মাথায় গত বুধবার পদত্যাগের ঘোষণা দেন ব্ল্যাটার। তিনি বলেন, তার উত্তরসূরি নির্বাচনের জন্য শিগগিরি ফিফার একটি বিশেষ অধিবেশন ডাকা হবে। যুক্তরাষ্ট্রের কৌশলীরা গত সপ্তাহে ফিফা প্রশাসনে দুর্নীতির ফৌজদারি তদন্ত শুরু করেন। সুইজারল্যান্ডের জুরিখ থেকে সংস্থাটির সাতজন কর্মকর্তাকে আটক করা হয়। ওই ঘটনার দুইদিন পরই ব্ল্যাটার প্রেসিডেন্ট পদে পুননির্বাচিত হন। যদিও তার বিরুদ্ধে বেশ শক্ত অবস্থান নেয় ইউরোপীয় ফুটবলের কর্তাব্যক্তিরা।

এদিকে সুইস কর্তৃপক্ষও ২০১৮ সালের রাশিয়া ও ২০২২ সালের কাতার বিশ্বকাপের আয়োজক দেশ নির্ধারণের বিষয়টি নিয়ে তদন্ত করছে।