জার্মানি-রাশিয়ার সাথে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

মাথাভাঙ্গা মনিটর: হার দিয়ে শুরু করলেও বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সমাপনী টেনেছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে নিশ্চিত করে রাশিয়া বিশ্বকাপের টিকেট। সেই বিশ্বকাপের চূড়ান্তপর্বে মাঠে নামার আগেই প্রস্তুতিটা সেভাবেই নিতে চায় দলটি। এরই অংশ হিসেবে বিশ্বকাপের প্রাক্কালে বিশ্বকাপের স্বাগতিক রাশিয়া ও জার্মানির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী বছরের মার্চে হবে এই দুটি ম্যাচ। মস্কোয় রাশিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ হবে ২৩ মার্চ। তবে ম্যাচের ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। এরপর ২৭ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল। এটি হবে জার্মানির রাজধানী বার্লিনে। এছাড়াও নভেম্বরে ফ্রান্সের মাটিতে জাপানের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে লন্ডন সফরে যাবেন নেইমার-কুটিনহোরা।