জাভির গোলে রক্ষা বার্সেলোনার

মাথাভাঙ্গা মনিটর: বার্সেলোনা-অধ্যায় প্রায় শেষই করে ফেলেছিলেন জাভি। শোনা যাচ্ছিলো এবারেরমরসুমের শুরুতেই বার্সা ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাবেন বার্সার মাঝমাঠেরমধ্যমণি। শেষ পর্যন্ত অবশ্য তেমনটা হয়নি। নতুন কোচ লুইস এনরিকের অনুরোধেআরও এক মরসুম বার্সাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ স্প্যানিশমিডফিল্ডার। আর বরাবরের মতো এবারও হয়তো বার্সেলোনার সাফল্য অনেকাংশে নির্ভরকরবে জাভির নজরকাড়া পারফরম্যান্সের ওপর। বার্সেলোনার প্রাক-মরসুমপ্রস্তুতির দ্বিতীয় ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে তো তেমনটাই মনে হচ্ছে।বয়স৩৪ বছর পেরিয়ে গেলেও এখনো যে ফুরিয়ে যাননি,সেটাই যেন প্রমাণ করলেন জাভি।ফ্রান্সের নিচের সারির ক্লাব নিসের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর জাভিরগোলেই রক্ষা পেয়েছে বার্সেলোনা। মাঠ ছেড়েছে ১-১ গোলের ড্র নিয়ে।প্রথমার্ধের২১ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার ডারিও সিটানিচের গোলে এগিয়ে গিয়েছিলোনিস। প্রথমার্ধ শেষ করেছিল এ এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে, ৬৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান জাভি। শেষপর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।ফ্রান্সের নিচেরসারির একটা দলের বিপক্ষে জয় না পেলেও সেটা নিয়ে খুব বেশি চিন্তিত ননএনরিকে। এ প্রাক-মরসুম প্রস্তুতির ম্যাচগুলো দিয়ে খেলোয়াড়দেরশক্তিমত্তা-দুর্বলতা যাচাই করার দিকেই মনোযোগী কাতালানদের এই নতুন কোচ।