জাপানের প্রধানমন্ত্রী বাসন মাজেন

 

 

মাথাভাঙ্গা মনিটর: জাপানেরপ্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আজ শনিবার দুদিনের সফরে ঢাকায় আসছেন। ২০০০ সালেরপর এবারই জাপানের কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। ঢাকায় ২৪ ঘণ্টারসফরে এসে তিনি প্রধানমন্ত্রী ছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথেবৈঠক করবেন।জাপানের সমাজ পুরুষতান্ত্রিক হিসেবে পরিচিত। সিনজো অ্যাবেনিজেও রক্ষণশীল দলের নেতা। প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে শুধু দেশ পরিচালনারক্ষেত্রেই দক্ষ নন, সংসারেও তিনি একজন দায়িত্ববান স্বামী। আর এ তথ্যটিমিডিয়াকে দিয়েছেন তার স্ত্রী আকি অ্যাবে। তিনি জানান, জাপানেরপ্রধানমন্ত্রী শিনজো অ্যাবে দেশ চালানোর পাশাপাশি সংসারের কাজেও বেশ পটু।তার স্ত্রী জানালেন, শিনজো অ্যাবে মোটেই ম্যাচোপ্রকৃতির মানুষ নন। তিনি নিজে এতো ব্যস্ত থাকেন যে, স্বামীকেই সংসারের অনেককাজ সামলাতে হয়। ফার্স্ট লেডি হিসেবে নানা রকম কাজে প্রায় প্রতিদিনই তাকেবাইরে বাইরে থাকতে হয়। ঘরকন্নার দিকে মনোযোগ দেয়ার সময় থাকে না। তখনপ্রধানমন্ত্রীই ঘরের হাল ধরেন।প্রধানমন্ত্রী তাই কখনো রান্নাঘরে বাসনমাজেন, কখনো আবর্জনা বাইরে ফেলে দিয়ে আসেন। এর আগে এমন প্রধানমন্ত্রী আরফার্স্ট লেডি দেখেনি জাপানের মানুষ। যারা দুজনেই ঘরের কাজে পরস্পরকেসাহায্য করেন।