জাতীয় স্কুল ক্রিকেট লীগের পুরস্কার বিতরণকালে এমপি ফরহাদ মাঠগুলোকে ক্রিকেট খেলার উপযোগী করে তুলতে হবে

 

 

 

 

মেহেরপুর অফিস: জাতীয় স্কুল ক্রিকেট লীগে মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ৬৬ রানে পরাজিত করে।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৪১ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে শাকিল সর্বোচ্চ ৬৮ রান সংগ্রহ করেন। পরাজিত দলের পক্ষে রাশিদুল জামান ৪ উইকেট সংগ্রহ করেন। ১৯৯ রানের জয়ের লক্ষ নেমে খেলতে নেমে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেন। দলের পক্ষে রাশিদুল হাসান সর্বোচ্চ ৪৩ রান সংগ্রহ করেন। বিজয়ী দলের পক্ষে জাহিদ হাসান ৫ উইকেট লাভ করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া সংস্থার আহ্বায়ক আতাউল হাকিম লাল মিয়া।

প্রধান অতিথি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি বলেন ক্রিকেটের মাধ্যমে বিশ্বে দরবারে ঠাঁই করে নিয়েছে বাংলাদেশ। তোমাদের মধ্য থেকে বের হবে মাশরাফি, সাকিব মোস্তাফিজ ও তামিমের মতো খেলোয়াড়। আগামীতে খেলার মাঠগুলোকে ক্রিকেট খেলার উপযোগী করে গড়ে তোলা হবে।