জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার জেলা পর্যায়ে মণিপুরী নৃত্যে সাংবাদিককন্য সাফা প্রথম

স্টাফ রিপোর্টার: জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হুসাইন। চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জেলা পর্যায়ে মণিপুরী নৃত্যে সাংবাদিককন্যা সাউদিয়া রহমান সাফা প্রথম স্থান অধিকার করে।

চুয়াডাঙ্গা শিশু একাডেমী কর্মকর্তা আফসানা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হুসাইন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কালেক্টরের সহকারী কমিশনার জেসমিন নাহার, সহকারী কমিশনার সৈয়দা নাফিজ সুলতানা, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা ও সরকারি ঝিনুক বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা শেফালী খাতুন। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমীর কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মণিপুরী নৃত্যে সাউদিয়া রহমান সাফা প্রথম স্থান অধিকার করেছে। সে জীবননগর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কাজি সামসুর রহমান চঞ্চলের জ্যেষ্ঠ কন্যা। উল্লেখ্য, সাফা ইতোমধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।