জাতীয় দলের নতুন কোচ হাথুরুসিংহে

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশজাতীয় ক্রিকেট দলের নতুন কোচ শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চন্দিকাহাথুরুসিংহে। আগামী ১০ জুন তিনি ঢাকায় এসে জাতীয় দলের দায়িত্ব নেবেন। তারসাথে চুক্তি হচ্ছেন দুবছরের। গতকাল সোমবার বিকেল সোয় ৪টায় বিসিবি সভাপতিনাজমুল হাসান পাপন তার ব্যক্তিগত অফিসে আনুষ্ঠানিকভাবে এ নতুন কোচের নামঘোষণা করেন।চলতি মাসের শুরুতে শেন জার্গেনসেনের পদত্যাগের পর থেকে নতুনকোচ খুঁজছিলো বিসিবি। অস্ট্রেলিয়ার জার্গেনসেন এরই মধ্যে ফিজির কোচেরদায়িত্ব নিয়েছেন।শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার হাথুরুসিংহে ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলেছেন।তিনি২০০৫ সালের ডিসেম্বরে এক বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের কোচের দায়িত্বনেন। এরপর তিন বছরের জন্য শ্রীলঙ্কা ‘এ’দলেরও কোচের দায়িত্বও পালন করেন।

এছাড়া২০০৯ সালে শ্রীলঙ্কা ট্রেভর বেলিসের অধীনে জাতীয় দলের সহকারী কোচ হিসেবেকাজ করেন হাতুরুসিংহে। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে কানাডার কোচিং উপদেষ্টাহিসাবে কাজ করেন হাতুরুসিংহে। সেই বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব পান।