জঙ্গিমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় আন্তঃইউনিয়ন ফুটবলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে : এমপি টগর

 

দামুড়হুদা/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কার্পাসডাঙ্গা বাজারপাড়া ফুটবল একাদশ ১-০ গোলে বাঘাডাঙ্গা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রোববার বিকেলে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ফুটবলমাঠে কার্পাসডাঙ্গা ফুটবল একাদশ ও বাঘাডাঙ্গা ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কার্পাসডাঙ্গা বাজারপাড়া ফুটবল একাদশের খেলোয়াড় আব্দুল মতিন খশরু। খেলায় রেফারি ছিলেন একরামুল, সবুর ও রবিউল। ধারাভাষ্য দেন ফরিদ হোসেন।

খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় তিনি বলেন, খেলাধুলার মধ্যদিয়ে নিজ দেশকে সারা বিশ্বের কাছে সহজেই পরিচিতি ঘটানো যায়। এছাড়া যুবসমাজকে জঙ্গি তৎপরতা এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। কার্পাসডাঙ্গা কলেজের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্টু, হোসেন, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দফতর সম্পাদক আলী মুনসুর বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রফিকুল আলম রান্টু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলী তরফদার, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, আ.লীগ নেতা কাদের বিশ্বাস, শওকত আলী, রেজাউল করিম মিন্টু, বিভু মন্ডল, মখলেছুর রহমান রিপন, ছরোয়ার হোসেন, মিয়াজান, লুৎফর রহমান, ছমির আলী, প্রকৃতি বিশ্বাস, নিমু মন্ডল, শিক্ষক আহম্মদ আলী, কাউসার আলী, বাবলু মন্ডল,  আব্দুল আলীম, দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আব্দুল হান্নান ছোট, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস ছালাম বিশ্বাস, যুবলীগ নেতা আ. সালাম ভূট্টু, জাহিদুর রহমান মুকুল, ইউপি সদস্য আব্দুল হাকিম, আ. রাজ্জাক মেম্বার, মন্টু মেম্বার, মনির বিশ্বাস, শরিফুজ্জামান শরিফ, আশাদুল হক, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন প্রমুখ।