ছয় মাস পর খেললেন ফ্যালকাও

মাথাভাঙ্গা মনিটর: যে কাজটি করতে ভালোবাসেন, সেটা করতে পারছেন না। সেটাও এক-দু দিন নয়, ১৯০ধরে! ভাবুন তো একবার! সেই অসহ্য যন্ত্রণা থেকে অবশেষে মুক্তি মিললো রাদামেলফ্যালকাওয়ের। ছয় মাস পর গতকাল মাঠে ফিরেছেন তিনি। লন্ডনে ভ্যালেন্সিয়ারবিপক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে মনাকোর হয়ে মাঠে নেমেছিলেন এই কলম্বিয়ানতারকা।খেলা শেষের ১৮ মিনিট আগে দিমিতার বারবেতভের বদলি হিসেবে নামেনফ্যালকাও। অবশ্য গোলে কোনো শট নিতে পারেননি। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।২২ জানুয়ারির পর এই প্রথম খেললেন এই ফরোয়ার্ড। সেদিন ফ্রেঞ্চ কাপের একটিম্যাচে হাঁটুতে মারাত্মক চোট পান। যে চোট তাকে বিশ্বকাপ থেকেই ছিটকে দেয়।বিশ্বকাপেখেলতে না-পারার আক্ষেপ ফ্যালকাওয়ের হয়তো আরও বেড়েছে। তাকে না পেয়েও হামেসরদ্রিগেজে ভর করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিলো কলম্বিয়া। ফ্যালকাওথাকলে আরও কতো দূর যেতে পারত, কে জানে।সব হতাশা ও আক্ষেপ পেছনে ফেলেফ্যালকাও এখন তাকাচ্ছেন সামনের দিকে। এমনও শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদেরহয়ে আবারও মাদ্রিদে ফিরতে পারেন অ্যাটলেটিকোর এই সাবেক তারকা।