ছয় বছর পর বাংলাদেশ সফরে ইংল্যান্ড

 

স্টাফ রিপোর্টার: ছয় বছরের বেশি সময় পর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী সেপ্টেম্বরে সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে সফরকারীরা। মূল লড়াইয়ে নামার আগে একটি সীমিত ওভারের প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে ইংলিশরা। সর্বশেষ ২০১০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সময় করেছিলো ইংল্যান্ড। ওই সফরে দুটি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছিলো দু দল। সবগুলো ম্যাচই জিতেছিলো ইংল্যান্ড। ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখার পর ৪ অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর ৭ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে সফরকারীরা। একই ভেন্যুতে ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ১২ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২০ অক্টোবর। ২৮ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।