ছাত্র-ছাত্রীদের নিজের সন্তান মনে করে শিক্ষাদান করবেন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

স্টফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি সুশিক্ষিত জাতি দেশকে নিয়ে যেতে পারে উন্নতির শিখরে। প্রাথমিক বিদ্যালয় হলো শিক্ষাজীবনের সূতিকাগার। বর্তমান সরকার দেশের মানন্নোয়নের জন্য বছরের প্রথমদিনে কোমলমতি শিশুদের হাতে বই তুলে দিচ্ছে যা বিশ্বে একটি উল্লেখযোগ্য ঘটনা। মুক্তিযুদ্ধের বিরোধীশক্তি এখনো ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলেই তারা আবারও মাথা চাড়া দিয়ে উঠবে। তারা যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য আপনারা সজাগ থাকবেন। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, প্রতেক ছাত্র-ছাত্রীদের নিজের সন্তান মনে করে তাদের শিক্ষাদান করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, ফাতুজ্জামান মাস্টার, সিরাজুল ইসলাম মাস্টার, গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মাস্টার, তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানভির আহম্মেদ, তিতুদহ পুলিশ ক্যাম্প ইনচার্জ লিয়াকত আলী, সাজ্জাদুর রহমান ঝন্টু, মাহাবুবুর রহমান রিপন, তছলিমুজ্জামান সাগর, ডালিম হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাসেম টোটন। তিতুদহ প্রথমিক বিদ্যালয় ছাড়াও আসাদুল হক বিশ্বাস সড়াবাড়িয়া দাখিল মাদরাসা, সড়াবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।