চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির সঙ্গে দ্বন্দ্বে ভারত

মাথাভাঙ্গা মনিটর: বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে আবার বিরোধে জড়িয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। চ্যাম্পিয়ন্স ট্রফি টি-টোয়েন্টি ফর্ম্যাটে হবে-আইসিসি’র এই প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছে ভারত।

টেস্ট চ্যাম্পিয়নশিপকে পিছিয়ে ফের চ্যাম্পিয়ন্স ট্রফিকে ফিরিয়ে নিয়ে এসেছে আইসিসি। কারণ এই ‘মিনি বিশ্বকাপ’ থেকে বড় অঙ্কের অর্থ আমদানি হয় আইসিসির। ২০২১ সালে আবার ভারতের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ওই বছর থেকেই ৫০ ওভারের পরিবর্তে ২০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি করার ভাবনা সংস্থাটির। যদিও টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারেই সায় নেই বিসিসিআইয়ের।

এমনকি বোর্ড মিটিংয়ে যদি আইসিসি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে ভারতীয় বোর্ড তার বিরোধিতা করবে। এদিকে ভারত সরকার যদি কর ছাড় না দেয়, সেক্ষেত্রে ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছে আইসিসি।