চেন্নাইকে কোলকাতার ভেলকি

মাথাভাঙ্গা মনিটর: ১৫৮ রানের টার্গেটে দলীয় মাত্র ২১ রানে চার শীর্ষ ব্যাটসম্যানের উইকেট হারিয়েছিলো কোলকাতা নাইট রাইডার্স। এতে ভারতীয় অপর ফ্রেঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের দিকে পাল্লা ভারি হয়ে পড়ে ছিলো ইনিংসের ৫ ওভার না ফুরাতেই। তবে চেন্নাইকে শেষ পর্যন্ত ভেলকি দেখালেন কোলকাতার ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। বিধ্বংসী ব্যাটিঙে ম্যাচ নিজেদের করে নেন এ নাইট রাইডার্স তারকা। ২৫ বলে করেন ৫৮ রান। এতে ৪ বাউন্ডারির সাথে রাসেল হাঁকান ৫টি ছক্কা। অপর প্রান্তে ডাচ ব্যাটসম্যান রায়ান টেন ডেসকাটের অপরাজিত ৫১ রানে ৩ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে কোলকাতা নাইট রাইডার্স। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সূচনা ম্যাচে গত বুধবার হায়দ্রাবাদের রাজিব গান্ধী মাঠে মোকাবেলা করেছিলো দল দুটি। এতে টস হেরে আগে ব্যাটিং শেষে ৪ উইকেটে ১৫৭ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। ৬ ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছুলেও ব্যক্তিগত বড় ইনিংস খেলতে ব্যর্থ হন প্রত্যেকেই। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করেন চেন্নাইয়ের সর্বোচ্চ অপরাজিত ৩৫ রান। কোলকাতার ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইন ৪ ওভারের স্পেলে ৯ রানে নেন এক উইকেট। বল হাতে দুর্বার নৈপুণ্য দেখান চেন্নাই পেসার ৩৬ বছরের আশিষ নেহরা। ২১ রানে ৪ উইকেট নেন তিনি।