চুয়াডাঙ্গা সদর উপজেলা বঙ্গমাতা-বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট

চুয়াডাঙ্গা সদর উপজেলা বঙ্গমাতা-বঙ্গবন্ধু গোল্ডকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ও  পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার বালিকা বিভাগে পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে তিতুদহ ইউনিয়নের তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে সদর উপজেলা চ্যাম্পিয়ণ হয়। বালক বিভাগে বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে শঙ্কচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা দীননাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ণ হওয়ার গৌরব অর্জন করে। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা স্টেডিয়াম মাঠে(হায়দার আলী প্যাভিলিয়ন) অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বালক-বালিকা বিভাগের চ্যাম্পিয়b ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা কে.এম মামুন উজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুôvনে প্রধান অতিwথ হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিw_ হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক হযরত ও টূর্নামেন্টের সদস্য সচিব ভারপ্রাপ্ত সদরউপজেলা শিক্ষা অফিসার এহসানুল হক।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি চুযাডাঙ্গা পৌর মেয়র বলেন, সারা পৃথিবী যখন ফুটবল বিশ্বকাপ জ্বরে ভুগছে, তখন বিনোদন বঞ্চিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে-মেয়েরা বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টের মাধ্যমে সামান্য হলেও বিনোদনের সুযোগ লাভ করেছে। এদের উৎসাহিত করার জন্য সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।  সভাপতি কে.এম মামুনউজ্জামান বলেন, সুস্থ দেহ-সুন্দর মন রাখতে হলে চাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধূলা। এর মাধ্যমে সামাজিক অবক্ষয় ও মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে ওঠার পাশাপাশি আদর্শ মানব সমাজ গড়ে তোলা সম্ভব। জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মতিয়ার রহমানের উপস্থাপনায় ওই প্রতিযোগিতা বাস্তবায়নে সহযোগিতা করেন  ওবায়দুল হক জোয়ার্দ্দার, শহিদুল কদর জোয়ার্দ্দার, সরোয়ার হোসেন, ইকতিয়ার আহম্মেদ, রেজাউল হক রিজু, আজিজুল হক শীল, হাফিজুর রহমান হাপু, সুমন, ফজলুল হক প্রমুখ।