চুয়াডাঙ্গা পৌরসভার বঙ্গমাতা-বঙ্গবন্ধু ফুটবলের প্রথম রাউন্ডের খেলা সম্পন্ন

 

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা পর্যায়ের বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের প্রথম রাউন্ডের খেলা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বঙ্গমাতা-বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চুয়াডাঙ্গা পৌরসভা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়। টুর্নামেন্ট কমিটির সভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়াদ্দারের পক্ষে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর শহিদুল কদর জোয়ার্দ্দার। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ওবাইদুল হক জোয়ার্দ্দার, নাসির আহাদ জোয়ার্দ্দার, শিক্ষক নেতা ফারুক হোসেন ও আব্দুস সালাম। চুয়াডাঙ্গা হায়দার আলী প্যাভিলন (পুরাতন স্টেডিয়াম) মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী দিনে বালক ও বালিকা বিভাগের ১৬ টি খেলা সম্পন্ন হয়। দুটি আলদা মাঠে একই সময়ে খেলা শুরু হয়। বালিকা বিভাগে প্রথম রাউন্ডের খেলায় জয়লাভ করে ইসলামপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১নং কালিপদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজরাহাটি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমএ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুজরুক গড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিয়ার রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া বালক বিভাগে ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১নং কালিপদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজরাহাটি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমএ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিয়ার রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করেছে। উদ্বোধনী দিনের খেলাগুলো পরিচালনা করেন নাজমুল হক শান্তি, ইকতিয়ার আহম্মেদ, ওবাইদুল হক জোয়ার্দ্দার, শহিদুল কদর জোয়ার্দ্দার, রেজাউল হক রিজু, আব্দুল মালেক, সুমন জোয়ার্দ্দার ও সোহেল কায়েস। আজ একই মাঠে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।