চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্রিকেটার ও কর্মকর্তাদের পক্ষ থেকে বিপ্লবকে শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: নেপালের প্রেসিডেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট শেষে চুয়াডাঙ্গায় পৌঁছুনো নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্রিকেটার বিপ্লবকে তার সতীর্থ ক্রিকেটার ও কর্মকর্তাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পুরোনো স্টেডিয়ামে ক্রিকেট একাডেমির ক্রিকেটাররা বিপ্লবকে ফুলেল শুভেচ্ছা জানায়।
উল্লেখ্য চলতি মাসের ৮ তারিখ থেকে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের গেইম ডেভোলপমেন্ট বিভাগ কর্তৃক আয়োজিত প্রেসিডেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিপ্লব ওই টুর্নামেন্টে মিডওয়েস্টার্ন ক্লাবের হয়ে বিপ্লব খেলায় অংশগ্রহণ করে। বিপ্লব বলেন, তার দল মিডওয়েস্টার্ন ক্লাব রানারআপ হলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার লাভ করি আমি। টুর্নামেন্টে ১৩ উইকেট ও ১৫০ রানার করার সুবাদে এ পুরস্কার ওঠে তার ঝুলিতে। একই সাথে এ টুর্নামেন্টে প্রতিভাবান ক্রিকেটার বাছাইয়ের দায়িত্বে থাকা নেপাল জাতীয় ক্রিকেট দলের স্ট্রাইক বোলার কারান কেচির নজর কেড়ে বিপ্লব আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ইপিএল অর্থাৎ এভারেস্ট প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলার জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৮ সালের জানুয়ারির শেষ দিকে ইপিএল এ অংশগ্রহণের জন্য বিপ্লবকে নেপাল যেতে হবে। চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্রিকেটার বিপ্লব নেপালের মর্যাদাপূর্ণ ইপিএল ক্রিকেট লিগে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় তাকে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, কো-চেয়ারম্যান মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল ও ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।