চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির নারী ক্রিকেটার বিদিশা ডাক পেল বিকেএসপিতে

 

স্টাফ রিপোর্টার: এবার চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্ষুদে নারী ক্রিকেটার বিদিশা রানী ডাক পেল ঢাকার বিকেএসপিতে। গত মঙ্গলবার রাতে বিদিশা রানীর  বাবা রাজকুমার বেধকে বিকেএসপি কর্তৃপক্ষ মোবাইলফোনের মাধ্যমে ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। গতকালই তাকে ঢাকার বিকেএসপিতে ১ মাসের ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্পিংয়ে পৌঁছে দেয়া হয়। ১ মাসের ক্যাম্পিংয়ে ভালো করলে, ৩ মাসের ক্যাম্পিংয়ে এবং সেখানে ভালো করলে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করবে। বিদিশা রানী আলমডাঙ্গার স্টেশনপাড়ার রাজকুমার বেধ ও ডলি রানী বেধের একমাত্র মেয়ে। বিদিশা রানী আলমডাঙ্গা থেকে নিয়মিত চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করতো। উল্লেখ্য, তৃর্ণমুল প্রতিভা অন্বেষণের মাধ্যমে প্রতিবছর প্রত্যেক জেলা থেকে ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় মেধাবীদের বাছাই করে তাদের উন্নত প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এ বছর চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের বাছাইয়ে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি থেকে শুধুমাত্র দু জন নারী ক্রিকেটার অংশগ্রহণ করেছিলো। তার মধ্যে একজন (বিদিশা রানী) চান্স পাওয়ার গৌরব অর্জন করলো। শুধু তাই নয়, চুয়াডাঙ্গা জেলা থেকে এই প্রথম কোনো নারী ক্রিকেটার বিকেএসপিতে চান্স পাওয়ার গৌরব অর্জন করলো। বিদিশা বিকেএসপিতে চান্স পাওয়ায় চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।