চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির দু-ক্রিকেটার বিকেএসপিতে চান্স পেলো

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপি কর্তৃক আয়োজিত তৃণমূল প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত বাছাইয়ে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির দু-ক্রিকেটার চান্স পেয়েছে। গতকাল মঙ্গলবার অভিভাবকদের মোবাইলফোনের মাধ্যমে ক্রিকেটারদের চান্স পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। দু-ক্রিকেটার হলো আলমডাঙ্গা ভালাইপুরের মিলন উদ্দীন ও শ্যামলী খাতুনের ছেলে ওয়ালিদ বিন সাফিন এবং উসমানপুরের নবীন চৌধুরী ও আশানুরীর ছেলে রওনক চৌধুরী। উল্লেখ্য চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি থেকে ইতঃপূর্বে স্থায়ীভাবে ঢাকার সাভারাস্থ বিকেএসপিতে দু-জন ক্রিকেটার চান্স পেয়েছে। এ কর্মসূচির মাধ্যমে বাছাইকৃতদের প্রাথমিকভাবে এক মাসের প্রশিক্ষণ দেয়া হবে সম্পূর্ণ সরকারি খরচে। দু-ক্রিকেটার চান্স পাওয়ায় চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।