চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও অ্যালিম্পিকের পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক রেবেকা সুলতানা ।
পরে বিভিন্ন খেলা, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। দিনব্যাপী খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা করেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শামসুন্নাহার শিলা। বিকেল ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. নুরুল ইসলাম মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল, চুয়াডাঙ্গা জজ কোর্টের পিপি অ্যাড. বেলাল হোসেন, স্পেশাল পিপি অ্যাড. আবু তালেব বিশ্বাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মাহাতাব উদ্দীন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মাহজেবিন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরল ইসলাম, অ্যাড. তালিম হোসেন, অ্যাড. এসএম আসাদুজ্জামান, অ্যাড. আ স ম আব্দুর রউফ, শামিম রেজা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।