চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে নাটোরকে হারিয়ে জয়পুরহাট সেমিফাইনালে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত ৯০ মিনিটের খেলায় উভয় দলের ঢিলেঢালা আক্রমণে কেউ কারো জালে বল প্রবেশ করাতে না পারায়, খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে জয়পুরহাট জেলা দলের মুকুল, রকি, হাফিজুর, আল-আমিন ও রিপন প্রত্যেকে গোল করে ৫ কিক থেকে ৫টি গোল আদায় করে নেন। পক্ষান্তরে নাটোর জেলা দলের বিদেশি খেলোয়াড় ভিটোরি, রহিত, তুহিন ও বাদল গোল করলেও রাজন গোল করতে ব্যর্থ হওয়ায় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরেই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ মিশন শেষ হয়ে যায় নাটরের। অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৫-০ গোলে নাটোর জেলাদলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলে জয়পুরহাট। বিচারকদের বিচারে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন জয়পুরহাট জেলা দলের লাকি সেভেন মামুন। সেরা খেলোয়াড় বিচারের দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফকরুল ইসলাম, কৃতিফুটবলার মাহমুদুল হক লিটন ও গিয়াস উদ্দিন পিনা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মো. সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তরিকুল ইসলামসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও ডিএফএ’র কর্মকর্তারা।
গতকালের খেলাটি পরিচালনা করেন শেখ কামাল আহম্মেদ, পার্থ প্রতিম ম-ল, মোক্তার হোসেন মিঠু ও রবিউল ইসলাম রবি। খেলার ধারা বিবরণীতে ছিলেন সাংবাদিক ইসলাম রকিব, এবি সিদ্দিক ও শামীম খান। আজ একই মাঠে বিকেল ৩টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে রাজশাহী জেলাদল মুখোমুখি হবে ঝিনাইদহ জেলা দলের বিপক্ষে।