চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের দ্বিতীয় খেলায় ৪-০ গোলে নাটোর জেলা দলের জয়লাভ।

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় নাটোর জেলা দল ৪-০ গোলে নড়াইল জেলা দলকে পরাজিত করে  জয়লাভ করেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা নুরনগর-জাফরপুর নুতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নড়াইল ও নাটোর জেলা দল মুখোমুখি হয়। প্রথমার্ধে ১৮ মিনিটে নাটোর জেলা দলের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় বাদল প্রতিপক্ষ নড়াইলের জালে বল জড়িয়ে দিলে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।  দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে নাটরের  ৯নং জার্সিধারী খেলোয়াড় মিঠু গোল দিয়ে ব্যবধান বাড়ায় ২-০ তে। এরপর নাটর জেলা দলের বদলী খেলোয়াড় মুন্না ১৫ মিনিটে ও মিঠু আবারো ১৭ মিনিটে গোল দিয়ে ব্যবধান বাড়ায় ৪-০ গোলে। দ্বিতীয়ার্ধের শেষ বেলায় প্রতিপক্ষ নড়াইল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও গোল ব্যবধান কমাতে পারেনি। ফলে নাটোর জেলাদল ৪-০ গোলে জয়লাভ করে মাঠ ছাড়ে দ্বিতীয় রাউন্ডের খেলা নিশ্চিত করে। ম্যাচ শেষে খেলায় অংশগ্রহণকারী দুটি দল ও সেরা খেলোয়াড়ের পুরস্কার দেয়া হয়। ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন নাটোর জেলা দলের ২টি গোলদাতা মিঠু। সুরেশ কুমার আগরওয়ালা পিন্টুর সৌজন্যে দেয়া শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাবেক চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। নড়াইল জেলা দলের ম্যানেজারের হাতে অংশগ্রহণকারী পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মো. সাঈদ এবং বিজয়ী নাটোর জেলা দলের ম্যানেজারের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তবে দর্শকদের টিকেটের ওপর লটারি করা পুরস্কার বিজয়ী টিকেট নম্বর ১৯৫১৭’র মালিককে না পাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ স্বাক্ষরিত পুরস্কারটি প্রদান করা সম্ভব হয়নি। তবে বিজয়ী টিকিট নম্বরধারী ব্যক্তি টিকেট প্রদর্শন করে স্টেডিয়াম থেকে পুরস্কার নিতে পারবে। আজ একই মাঠে বিকেল ৩টায় টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে খুলনা ও টাঙ্গাইল জেলাদল।