চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের আন্তঃস্কুল বালক ফুটবলে আপিল করে চ্যাম্পিয়ন হলো সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়

 

স্টাফ রিপোর্টার: আন্তঃস্কুল বালক ফুটবলে চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের ফাইনাল খেলা শেষে আপিল করে চ্যাম্পিয়ন হলো সরেজগঞ্জ উচ্চ বিদ্যালয়। চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন জানান, গত ১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় ৪৪তম জাতীয় অন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে জেলা পর্যায়ের ফাইনালে মুখোমুখি হয় জীবননগর উপজেলার হাসাদহ মাধ্যমিক বিদ্যালয় ও চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়। খেলায় ৯ জন খেলোয়াড় নিয়ে খেলেও হাসাদহ মাধ্যমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষের ১ ঘণ্টার মধ্যে গঠন তন্ত্রের অনুচ্ছেদ ২০’র ‘জ’ অনুযায়ী সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক খাইরুল ইসলাম সুনির্দিষ্ট অভিযোগ এনে হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের মূল কাগজপত্র প্রদর্শনের জন্য আপিল কমিটি বরাবর লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আপিল কমিটি হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে যে সকল খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করে তাদের বিদ্যালয়ে অধ্যায়নরত প্রয়োজনীয় সকল মূল কাগজপত্র নিয়ে গতকাল ২ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টার মধ্যে আপিল কমিটির সামনে হাজির থাকার নির্দেশ প্রদান করেন। তবে হাসাদহ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ সকল খেলোয়াড়ের মূল কাগজপত্র দেখাতে না পারায় আপিল কমিটি আপত্তি শ্রবণ ও নিষ্পত্তি করে সিন্ধান্ত গ্রহণ করে। আপিল কমিটির সিন্ধান্ত অনুযায়ী সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ও আজ সকাল ১০টার মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে হস্তান্তর করার নির্দেশ দেয়া হয়। গতকাল বুধবার সকাল ১০টায় আপিল উপ-কমিটির আহ্বায়ক চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি শিক্ষা) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের কার্যালয়ে আপিল নিষ্পত্তি সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন, সদর উপজেলা শিক্ষা অফিসার আ. মতিন, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, ক্রীড়াবিদ ওয়ালীউল্লাহ সিদ্দিক, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, চুয়াডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক সুকেশ কুমার বিশ্বাস, জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম (ইসলাম রকিব), সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মালিক লোটন, কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন ও সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক খাইরুল ইসলাম।