চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে প্রধান শিক্ষক মাসুদুজ্জামানের সভাপতিত্বে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা চাঁদমারীমাঠে ৪২টা ইভেন্টে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুরুতে ধর্মীয় শিক্ষক হাসিবুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে জাতীয় সঙ্গীতের তালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পাঁয়রা অবমুক্তকরণ, অলিম্পিক মশাল জ্বালিয়ে মাঠ প্রদক্ষীণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো.জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমেদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজাহান খানম, ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিকভাবে পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম।