চুয়াডাঙ্গা আদালত চত্বরে ব্যাডমিন্টন অনুশীলন শুরু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আদালত চত্বরে ব্যাডমিন্টন অনুশীলন ২০১৪-২০১৫ শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ খেলার উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী। আদালত চত্বরের উত্তর দিকে এ খেলার জন্য নতুন মাঠ তৈরি করা হয়েছে। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এ মাঠ তৈরির কারণে জজশিপ ও ম্যাজিস্ট্রেসির সকল কর্মকর্তা-কর্মচারী তাদের আনন্দ প্রকাশ করেন। ব্যাডমিন্টন অনুশীলনের উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, অতিরিক্তি জেলা ও দায়রা জজ-২ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী, যুগ্ম জেলা জজ-১ মো. ইয়ারব হোসেন, যুগ্ম জেলা জজ-২ মো. আব্দুর রহিম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ আমিনুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৈয়ব আলী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম, সহকারী জজ মো. সাজেদুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নাজির মো. ইউনুস আলী ও জজ কোর্টের পেশকার মো. জহুরুল ইসলাম। এ সময় জজশিপ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সিনিয়র জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হকের উদ্যোগে মাঠটি তৈরি হওয়ায় সকল কর্মকর্তা-কর্মচারী তাদেরকে ধন্যবাদ জানান।