চুয়াডাঙ্গায় ৪৩তম আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রস্তুতিসম্পন্ন

 

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৪৩তম আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রস্তুতিসম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। জেলা শিক্ষা অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা (সার্বিক) মল্লিক সাঈদ মাহাবুব,ভারপ্রাপ্ত জেলা ক্রীড়া অফিসার আবু জাফর, আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার দীনেশচন্দ্র পাল, দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল,ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোরী মহন সরকার, সদর আ. মতিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শরীরচর্চা শিক্ষকগণ। প্রস্তুতিসভায় সিন্ধান্ত হয় আগামী ৩০ আগস্ট থেকে শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতাগুলো সম্পন্ন করতে হবে। গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় বালক-বালিকাদের ফুটবল, হ্যান্ডবল, কাবাডি প্রতিযোগিতা ছাড়াও বালকদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।