চুয়াডাঙ্গায় সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

ইসলাম রকিব: সাঁতার যেমন একটি উত্তম ব্যায়াম তেমনি সাঁতার জানা থাকলে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। নদী-মাতৃক বাংলাদেশে এক সময় মানুষ পুকুর জলাশয় ও নদীতে প্রাকৃতিকভাবেই সাঁতার শিখেছে। আজ সময়ের পরিবর্তনে পুকুর জলাশয় ভরাট, নদী-নালা, খাল-বিল, হাওড়-বাউড় পলিজমে জলশূন্য হওয়ায় প্রাকৃতিক পরিবেশে নুতুন প্রজন্মের অধিকাংশ শিশু-কিশোররা সাঁতার শেখা থেকে বঞ্চিত হচ্ছে। আর চুয়াডাঙ্গা শহরে এ হার আরো বেশি। এ কারণেই চুয়াডাঙ্গায় একটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র প্রয়োজন বলে আমি মনে করি ।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামের হায়দার আলী প্যাভিলিয়ন সংলগ্ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নিজেস্ব জমিতে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস উপরোক্ত কথাগুলো বলেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ও মোহামেডন স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটি এবং জমিদাতাদের যৌথ প্রচেষ্টায় এ মিনি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রথমে ফিতা কেটে, উদ্বোধনী বক্তব্য দিয়ে, কোদাল দিয়ে মাটিতে কোপ দিয়ে ও দোয়া করার মধ্যদিয়ে উদ্বোধন কার্যক্রম শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী র্কমকর্তা কেএম মামুন উজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, মোহামেডান ক্লাবের সাবেক সম্পাদক চুয়াডাঙ্গা চেম্বারসের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, আহ্বায়ক কমিটির আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, সদস্য সালাউদ্দিন মো. মতূর্জা, রেজাউল হক জোয়ার্দ্দার, নাসির আহাদ জোয়ার্দ্দার, বজলুর রহমান, আশাদুল হক, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগী উদ্যোক্তা সাংবাদিক ইসলাম রকিব, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শহিদুল কদর জোয়ার্দ্দার, বদর খান, মেহেরুল্লাহ মিলু, ফুটবলার সুমন জোয়ার্দ্দার, হাসান, আব্দুল মালেকসহ চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্ষুদে ক্রিকেটাররা।