চুয়াডাঙ্গায় শেখ জামাল ক্রিকেট ক্লাবের আত্মপ্রকাশ

। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করে বিষয়টি আরো নিশ্চিত করা হবে।

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শেখ জামাল ক্রিকেট ক্লাবের আত্মপ্রকাশ হয়েছে। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে  উদ্বোধনের বিষয়টি জানানো হবে বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা শেখ জামাল ক্রিকেট ক্লাবের স্বত্বাধিকারী চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। ঢাকা থেকে গত রোববার রাতে চুয়াডাঙ্গায় ফিরেই অনিক জোয়ার্দ্দার ক্রিকেট ক্লাবের নাম ও আত্মপ্রকাশের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘চুয়াডাঙ্গার ক্রিকেটকে এগিয়ে নিতে রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে দলমতের উর্ধ্বে থেকে ক্রিকেট ক্লাবটি পরিচালনা করা হবে। এখানে প্রাথমিকভাবে বাছাইকৃত ক্রিকেটারদের মধ্যে থেকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে মেধাসম্পন্ন ক্রিকেটার খুঁজে বের করা হবে। বাছাইকৃত ক্রিকেটাররা শেখ জামাল ক্রিকেট একাডেমির হয়ে বিভিন্ন টুর্নামেন্ট ও লিগে অংশগ্রহণ করবে। গতকাল আনুষ্ঠানিকভাবে ক্লাবটির আত্মপ্রকাশের ঘোষণার সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা হ্যান্ডবল দলের সাবেক কৃতী খেলোয়াড় ও হ্যান্ডবল কোচ মেহেরুল্লাহ মিলু, কৃতীফুটবলার হাসানুজ্জামান হাসান,  সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম, সাবেক জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, জেলা ছাত্রলীগের সাবেক কৃতীক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ আহম্মেদ জোয়ার্দ্দার, কৃতীক্রিকেটার ইমরান হোসাইন, আসাদুজ্জামান হকি, সাবেক ফুটবলার আবুল কালাম, রমজান আলী প্রমুখ। ক্রিকেট ক্লাবের স্বত্বাধিকারী অনিক জোয়ার্দ্দার বলেন, বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন ১৭ এপ্রিল। এদিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের ঘোষণা দেন। তার সন্তানের নামে এ দিনেই চুয়াডাঙ্গায় শেখ জামাল ক্রিকেট ক্লাবের ঘোষণা প্রদান করা হলো।