চুয়াডাঙ্গায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন ॥ ক্রীড়া ব্যক্তিত্ব জগলুল হক সন্টু সংবর্ধিত

স্টাফ রিপোর্টার: সারা বিশ্বের ন্যায় চুয়াডাঙ্গায় উদযাপিত হলো বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস-২০১৭। এ দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে চুয়াডাঙ্গার কৃতি ক্রিকেট ও হকি খেলোয়াড় ক্রীড়া ব্যক্তিত্ব জগলুল হক সন্টুকে সংবর্ধনা দেয়া হয়। গতকাল রোববার চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দিবসটি উদযাপন উপলক্ষে প্রথমে কেক কাটা হয়। এর পর চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট দলের সাবেক উদ্বোধনী বোলার ও ব্যাটসম্যান এবং কৃতি হকি খেলোয়াড় জগলুল হক সন্টুকে সংর্বধনা সরূপ ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। ক্রেস্ট ও উপহার তুলে দেন স্থানীয় পত্রিকার সম্পাদক ম-লী ও আমন্ত্রিত অতিথিগণ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এসএম ইসরাফিল, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাহাতাব উদ্দিন, সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, জাসদের কেন্দ্রীয় নেতা তৌহিদ হোসেনসহ স্থানীয় পত্রপত্রিকার সম্পাদক, চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ইসলাম রকিবসহ স্থানীয় পত্রিকার ক্রীড়া প্রতিবেদকগণ।
উল্লেখ্য, ১৯২৪ সালে ফ্রান্সের ভারসাই নগরীতে সর্বপ্রথম বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস হিসেবে ২ জুলাই দিনটিকে নির্ধারণ করা হয়। এর পর থেকেই বিশ্বব্যাপী দিবসটি পালন হয়ে আসছে। ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন হচ্ছে। অনুষ্ঠানটি সঞ্চচালনা করেন সাংবাদিক শাহআলম সনি।