চুয়াডাঙ্গায় বর্ণমালা কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বর্ণমালা কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ২০টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া যেমন খুশি তেমন সাজোসহ অভিভাবকদের বালিশ বদল খেলা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টার দিকে বর্ণমালা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ শামীমা হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন মাধ্যমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক ম্যানেজিং কমিটির সভাপতি মৌছুফা বেগম। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার অফিসার লিয়াকত আলী। বক্তব্যে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের চরিত্র গঠনেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে জন্য সকল শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করা প্রয়োজন। যুব সমাজ খেলাধুলায় অনুপ্রাণিত হলে তাদেরকে জনসম্পদে পরিণত করা সম্ভব হবে। পরে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বর্ণমালা কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল হাকিম কাজি।