চুয়াডাঙ্গায় প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চুয়াডাঙ্গা ভেন্যুর ফাইনাল খেলা সম্পন্ন। খেলায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়কে ৬ উইকেটে হারিয়ে আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। চুয়াডাঙ্গা জাফরপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাটিং করে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ১৪৪ রানে অলআউট হয়। জবাবে আদর্শ উচ্চ বিদ্যালয় ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় ৮৬ রান করে ম্যান অব দ্য প্লেয়ার নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের রাসেল ও ৫ উইকেট দখল করে স্বাক্ষরিত ম্যাচবল উপহার পান একই দলের রাতুল। শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ক্রিকেট দলের কোচ ও বিসিবির গেইম ডেভোলমেন্ট কর্মকর্তা কাজি এমদাদুল বাশার রিপন। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোর্য়াদ্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হুমায়ুন কবীর মালিক, এ নাসির জোয়ার্দ্দার, সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, অতিরিক্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, যুগ্মসম্পাদক আব্দুস সালাম, টুটুল মোল্লা, নির্বাহী সদস্য সালাউদ্দিন মো. মর্তূজা, সাইদুর রহমান মালিক, ওবায়দুল হক জোয়ার্দ্দার, বদরখান, শহিদুল কদর জোয়ার্দ্দার, মহসিন রেজা, ফজলুল হক মালিক, মেহেরুল্লাহ মিলু, হাফিজুর রহমান হাপু ও খন্দকার জেহাদি জুলফিক্কার টুটুল। পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন ক্রিকেট উপকমিটির আহবায়ক সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইসলাম রকিব।