চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ের ৪৬তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ের ৪৬তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান। দিনব্যাপী ৫৬টি ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকেল ৪টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। জেলা শিক্ষা অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আব্দুর রাজ্জাক, পুলিশ সুপারের প্রতিনিধি সদর থানা অফিসার ইনচার্জ তোজাম্মেল হক, সহকারী জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান ও ৪ উপজেলা শিক্ষা অফিসার। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, আজকের খেলোয়াড়রা ভবিষ্যত বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবে। তোমাদের মাঝেই লুকিয়ে আছে মুস্তাফিজ, সাকিব, মাশরাফিরা। এছাড়া তোমরা যারা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন-রানারআপ হয়েছো তোমার খুলনা উপঅঞ্চল পর্যায়ে ভালো করে চুয়াডাঙ্গা জেলা মুখ উজ্বল করবে।

জেলা পর্যায়ের ইভেন্টগুলোর মধ্যে ছিলো বালক-বালিকাদের ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, একক-দ্বৈত ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রউফুন নাহার রিনা।