চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টায় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। জেলার চারটি উপজেলার শতাধিক খেলোয়াড়রাকানামাছি ভোঁ ভোঁ,হা-ডু-ডু, মোরগ লড়াই, দাঁড়িয়াবান্ধা ও বউ-চি পাঁচটি খেলায় অংশগ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আনজুমান আরা। এছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, হারিয়ে যাওয়া খেলাধুলা নতুন প্রজন্মের মানুষের মাঝে ফিরিয়ে আনতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ আয়োজনের মধ্যদিয়ে গ্রামীণ খেলাধুলা তার অতীত ঐতিহ্য ফিরে পাবে। সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।