চুয়াডাঙ্গায় জেলার ক্রীড়া শিক্ষকদের জরুরি আলোচনাসভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শরীরচর্চা শিক্ষকদের এক জরুরি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ছানোয়ার হোসেন। আলোচনাসভার এজেন্ডা ছিলো পূর্ণাঙ্গ জেলা, উপজেলা কমিটি গঠনের খসড়া আহ্বায়ক কমিটি গঠন,পরবর্তিতে চূড়ান্ত কমিটি গঠন, বার্ষিক বনভোজন ও বিবিধ। চার উপজেলা থেকে আগত শরীরচর্চা শিক্ষকদের আলোচনা শেষে উপস্থিত সকলের সর্বসম্মত সিন্ধান্ত অনুযায়ী আগামী ২০ জানুয়ারির মধ্যে স্ব স্ব উপজেলার আহ্বায়ক কমিটি সে উপজেলার চূড়ান্ত কমিটি গঠন বিষয়ে সকল শরীরচর্চা শিক্ষকদের আলোচনান্তে জেলা সদরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অবহিত করবেন। এরপর জেলা সদরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও অবশিষ্ট ৩ (তিন) উপজেলার আহ্বায়কগণ নির্ধারিত দিনে গিয়ে সে উপজেলার চূড়ান্ত কমিটি গঠনে সহায়তা করবেন। এভাবে পর্যায়ক্রমে সকল উপজেলা কমিটি গঠন করা হবে। চূড়ান্ত উপজেলা কমিটি গঠনের পর সকল উপজেলা কমিটির সিন্ধান্ত মোতাবেক গঠিত হবে চূড়ান্ত জেলা কমিটি।

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকবর আলী, ইকতিয়ার আহম্মেদ, রউফননাহার, শামসুন্নাহার শিলা, হোসেন আলী, ফজলুল হক লোটন, ফিরোজ আহম্মেদ, দিলরুবা খুকু, ফুরকান, রেবকো সুলতানা, খাইরুল ইসলাম, হাফিজুর রহমান, রুস্তম আলী, কেরামত আলী, সাবিনা খাতুন, শামীম আরা খাতুন, শামসুন্নাহার প্রমুখ। সভায় ফেরুয়ারি মাসের মাঝামাঝি চড়ুইভাতির সিদ্ধান্ত গৃহিত হয়।