চুয়াডাঙ্গায় আজ উদ্বোধন হচ্ছে বহুকাঙ্ক্ষিত ২য় বিভাগ ক্রিকেট লিগ

স্টাফ রিপোর্টর: চুয়াডাঙ্গায় আজ উদ্বোধন হচ্ছে বহুকাক্সিক্ষত ২য় বিভাগ ক্রিকেট লিগ। ৫ বছরেরও বেশি সময় ধরে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গড়ায়নি ২য় বিভাগ ক্রিকেট লিগ। একটু দেরিতে হলেও এবার জাঁকজমকপূর্ণভাবে শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে লিগের উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
এদিকে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা জেনে ২য় বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণকারী দলের যেন ঘুম নেই। সকাল-বিকেল দু-বেলায় অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে। চুয়াডাঙ্গার ৪টি মাঠে যেমন- কলেজমাঠ, টাউনমাঠ, পুরাতন স্টেডিয়াম ও চাঁদমারী মাঠে যেন ফাঁকা পাওয়া দায়। সময় ভাগ করে নিয়ে টিমগুলো অনুশীলন করছে। অনেক ক্রিকেট বোদ্ধা বলছেন, মাঠে যদি লিগ না চলে তাহলে যেমন খেলোয়াড় বের হবে না, তেমনি খেলোয়াড়দের খেলার প্রতি আগ্রহও থাকবে না। এখন লিগ শুরু হয়েছে তাই খেলার মাঠগুলোও খেলোয়াড়দের পদভারে মুখর হচ্ছে। চুয়াডাঙ্গার সাবেক ক্রিকেটার আমেরিকা প্রবাসী বিপ্লব ফেসবুকের মাধ্যমে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার ও ক্রিকেট উপকমিটির আহবায়ক সুরেশ কুমার আগরওয়ালাকে ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেট লিগ শুরু করার জন্য। একই সাথে প্রথম বিভাগ ক্রিকেট লিগটিও যেন শুরু হয় সে ব্যবস্থা করার আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, ২য় বিভাগ ক্রিকেট লিগে চুয়াডাঙ্গা জেলার ৩৩টি দল ৮টি গ্রুপে বিভক্ত হয়ে ৫৯ টি ম্যাচ খেলবে। আবহাওয়াসহ সব কিছু যদি ঠিক-ঠাক থাকে তাহলে আগামী ২৫ এপ্রিল শেষ হবে ২য় বিভাগ ক্রিকেট লিগ। আজ উদ্বোধনী ম্যাচে জুনিয়র একাদশ ও সুর্যোদয় স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে।