চুয়াডাঙ্গায় অচিরেই শুরু হচ্ছে ৪র্থ এনপিএল ক্রিকেট লিগ : আজ ট্রফি ও জার্সি উন্মোচন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অচিরেই শুরু হচ্ছে ৪র্থ এনপিএল ক্রিকেট লিগ। আজ সকাল ১১টায় এ লিগের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, চুয়াডাঙ্গার ক্রিকেটকে এগিয়ে নিতে চুয়াডাঙ্গায় সর্বপ্রথম আত্মপ্রকাশকারী ক্রিকেট একাডেমি ‘চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি’র আয়োজনে ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এনপিএল ক্রিকেট লিগ। সিজন ফোরে এ বছর ৮টি টিম অংশগ্রহণ করবে এনপিএল ক্রিকেট লিগে। টিমগুলো হলো: ফ্রিডম ফাইটার আটকবর, কিংস ইলেভেন জীবননগর, দর্শনা ডেয়ার ডেভিল্স, সানরাইজার দশমাইল, ওয়ালটন কিংস, মুন্সিগঞ্জ টাইটান্স, ফাস্ট ক্যাপিটাল সুপার কিংস ও আলমডাঙ্গা নাইট রাইডার্স। এনপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি টিমে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ৮জন ও জেলার বিভিন্ন এলাকার অনূর্র্ধ্ব-১৬ বছর বয়সী ৭ জন করে ক্রিকেটার নিয়ে প্রতিটি টিম গঠন করা হবে। ক্রিকেটাররা যে এলাকার বাসিন্দা তারা সে এলাকার টিমে অংশগ্রহণ করতে পারবে। লিগে টি-২০ ভিত্তিক ম্যাচে ৮টি টিমের ২১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ, হাইয়েস্ট উইকেট টেকার, হাইয়েস্ট স্কোরার ও বিগ সিক্সের পুরস্কার দেয়া হয়। এছাড়া চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হয়ে থাকে। এনপিএল ক্রিকেট লিগ সম্পর্কে আরও বিস্তারিত জানাতে ০১৭১৩-৯০০৬৩৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।