চুয়াডাঙ্গাসহ ১৮ জেলা নিয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

 

স্টাফ রিপোর্টার: জয়পুরহাট জেলাসহ ১৮ জেলা দল নিয়ে আজ রোববার থেকে জয়পুরহাট স্টেডিয়ামে শুরু হচ্ছে দ্বিতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

অংশগ্রহণকারী জেলাগুলো হচ্ছে-জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, যশোর, কুড়িগ্রাম, নীলফামারী, নাটোর, নওগাঁ, গোপালগঞ্জ, ঝিনাইদহ, পাবনা, চুয়াডাঙ্গা, দিনাজপুর, রাজশাহী ও খুলনা জেলাদল।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে। টুর্নামেন্ট সফল করতে জেলা পরিষদের প্রশাসক এসএম সোলাইমান আলীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক এসএম সোলাইমান আলী জেলা পরিষদ ডাকবাংলোতে গতকাল শনিবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময়সভার আয়োজন করেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদুল আলম লেবু এতে বক্তব্য রাখেন। উদ্বোধনী খেলায় জয়পুরহাট জেলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের মুখোমুখি হবে।