চুয়াডাঙ্গার সাতগাড়িতে প্রীতি ফুটবলে অবিবাহিত একাদশ জয়ী

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাতগাড়িতে প্রীতি ফুটবল ম্যাচে বিবাহিত একাদশকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে অবিবাহিত একাদশ। গতকাল শুক্রবার দিঘড়ীর হেলিবোর্ড মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। খেলায় উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখায় পায়নি। তবে এতে দর্শকদের মনে বিন্দুমাত্র ফাঁটল ধরেনি। কারণ অতি আক্রামনাত্মক খেলায় সমানতালে লড়ে গেছে উভয় দল। আর দর্শকদের সান্ত্বনা দেয়ার জন্য ছিলো একঝাঁক ব্যান্ডদল। দ্বিতীয় আর্ধের ২০ মিনিটের মাথায় অবিবাহিত একাদশের দুরন্ত খেলোয়ার খালিদের হেডের যাদুতে গোলের দেখা পায় অবিবাহিত একাদশ। কিন্তু বিরোধীদলও বসে থাকলো না। কিছুক্ষণের মাথায় বিবাহিত একাদশের হয়ে অসাধারণ একটি গোল করে খেলায় সমতা ফেরান টুটুল। নির্ধারিত সময়ে আর কোনো গোলের দেখা না পেলে ম্যাচরেফরি বজুলর রহমানের নির্দেশে খেলা গড়াই ট্রাইব্রেকারে। ট্রাইব্রাকারে অবিবাহিত একাদশ ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। অবিবাহিত দলের গোলরক্ষক রাজীবের অস্বাভাবিক নৈপূণ্যে জয়ের দেখায় পায় অবিবাহিত একাদশ। বিবাহিত একাদশের হয়ে খেলেন- টুটুল (অধিনায়ক), শান্ত, সবুজ, উজ্জ্বল, বিপুল, শিপুল, বাবুল, রকি, নজরুল, সলেমান, সোহেল, টুটুল-২, ওমর, সানু, কবির ও কাজল। অবিবাহিত একাদশের হয়ে খেলেন- রোকন (অধিনায়ক), রিপন, মালেক, বড় সাহেব, সাব্বির, সুলাইমান, ঝলোক, খালিদ, ছোট সাহেব, জেলাল, হিটলার আসাদ, সাকিল ও রাজীব।