চুয়াডাঙ্গার সরোজগঞ্জ আন-নুর ইসলামী একাডেমির ২ দিনব্যাপী সাংস্কৃতিক  প্রতিযোগিতার উদ্বোধন

 

সরোগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ আন-নুর ইসলামী একাডেমির খাড়াগোদার ২ দিনব্যাপী  সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় উদ্বোধন করা হয়েছে। আন-নুর ইসলামী একাডেমির সভাপতি জহুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক। বিশেষ অতিথি ছিলেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী আশিকুর রহমান, কুতুবপুর ইউপি যুবলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম, শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রানা বিশ্বাস, পদ্মবিলা ইউনিয়নের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রাশেদ আহম্মেদ রন্টু, প্রধান শিক্ষক রফিকুজ্জামান, পরিচালনা কমিটির সদস্য আহাম্মদ আলী, মেহেদি হাসান, এনামুল হক শান্ত, শিক্ষক প্রতিনিধি ওহিদুল ইসলাম, মুন্সী মুহাম্মদ আলী আশরাফ, প্রবীণ শিক্ষক হালিমা খাতুন, খাসকররা কলেজের প্রভাসক বখতিয়ার হোসেন, উত্তরা ব্যাংক সরোজগঞ্জ শাখার সিনিয়র অফিসার শাহা আলম, ইউপি সদস্য ওহিদুল ইসলাম, কুতুবপুর ইউপির সাবেক যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান দৈনিক মাথাভাঙ্গার সরোজগঞ্জ প্রতিনিধি জিয়াউর রহমান, মসলেম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক ওহিদুল ইসলাম বকুল ও রিমা খাতুন। আগামীকাল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।