চুয়াডাঙ্গার নেহালপুর স্কুলমাঠে আদীবাসী সম্প্রাদয়ের পা গলি ফুটবল খেলা অনুষ্ঠিত

 

বেগমপুর প্রতিনিধি: গতকাল বৃহস্প্রতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নেহালপুর স্কুলমাঠে ডিহি খ্রিস্টান মিশনারির উদ্যোগে আদিবাসী সম্প্রাদয়ের ১২ দলের নকআউট পা গোল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন করেন। খেলায় যে ১২টি দল অংশগ্রহণ করবে। মাড়মী একাদশ বনাম দিগলকান্তি একাদশ, স্বাগতিক একাদশ বনাম বিলাশ একাদশ, মারিয়া স্মৃতি সংঘ বনাম রানা একাদশ, কাদিপুর একাদশ বনাম দত্তনগর একাদশ, রামকান্তপুর একাদশ বনাম এমবিবিসি বিন্দাবন একাদশ, রাজাপুর একাদশ বনাম চকলেট একাদশ। খেলায় মাড়মী একাদশ, বিলাশ একাদশ, দত্তনগর একাদশ, এমবিবিসি বিন্দাবন একাদশ, চকলেট একাদশ ও মারিয়া স্মৃতি সংঘ জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন মিলন বিশ্বাস, লাজার বিশ্বাস। সহযোগী ছিলেন বারনাট বিশ্বাস ও লিটন বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন বেগমপুর ইউপির সাবেক চেয়াম্যান শামসুল ইসলাম, আকবর আলী, লিয়াকত আলী প্রমুখ।

উল্লেখ্য এ খেলায় ৫ জন করে খেলয়াড় নিয়ে দল গঠিত হয়। যেখানে কোনো গোল রক্ষক থাকে না। খেলার নিয়মকানুন জাতীয় ফুটবল খেলার নিয়ম অনুসারেই হয়ে থাকে।