চার ছক্কায় বিশ্ব রেকর্ড!

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের রোমাঞ্চকর দ্বিতীয় ম্যাচে চার-ছক্কার বিশ্বরেকর্ড হয়েছে। দু দলের ব্যাটসম্যানরা মিলে এ ম্যাচে ৬৮টি বাউন্ডারি মেরেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে এক ম্যাচে এত বাউন্ডারি আর হয়নি। ম্যাচটিতে ৪৪টি চার আর ২৪টি ছয় হয়। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ বাউন্ডারি হয়েছে সাউথ্যাম্পটনে ২০১৩ সালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচে। সেই ম্যাচে দুই দলের ব্যাটসম্যানরা মিলে ৬৬টি বাউন্ডারি মারেন। এর মধ্যে চার ছিল ৪৩টি, ছয় ২৩টি। গতকাল রোববার জোহানেসবার্গে ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের অসাধারণ ব্যাটিঙে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। ৪১ বলে ৯০ রানের আক্রমণাত্মক ইনিংস খেলার পথে ৯টি চার ও ৭টি ছক্কা হাঁকান ম্যাচ সেরা গেইল। ৩৯ বলে খেলা স্যামুয়েলসের ৬০ রানের চমৎকার ইনিংসটি ছিলো ৭টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ। চার-ছয়ের এ রেকর্ডে বড় অবদান ছিলো ফাফ দু প্লেসিরও। ৫৬ বলে ১১৯ রানের দারুণ এক ইনিংস খেলার পথে ১১টি চার ও ৫টি ছক্কা মারেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।