চট্টগ্রাম টেস্ট: বৃষ্টির কারণে খেলা বন্ধ

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার সাথে টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারনে আপাতত বন্ধ রয়েছে। সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় দিন বিকেল ৩টা ১২ মিনিট থেকে খেলা বন্ধ রয়েছে। বৃষ্টি বন্ধ হলে খেলা আবার শুরু হবে। শেষ পর্যন্ত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করেছে। এখন পর্যন্ত টাইগাররা ৭০ রানে পিছিয়ে আছে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতক পূর্ণ করে তামিম ইকবালের পর ৭৮ রান করে সাজঘরে  ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তামিম (৫৭) রানে ডিন এলগারকে সুইফ করতে গিয়ে লেগ স্ট্যাম্পে বোল্ড হন। মাহমুদুল্লাহকে লেগবিফোরের ফাঁদে ফেলে ব্যক্তিগত ৬৭ রানে সাজঘরে ফেরান প্রোটিয়া পেসার ফিল্যান্ডার। প্রথম সেশনে দলীয় ৫৫ রানে ২ উইকেট হারানোর পর মাহমুদুল্লাহকে নিয়ে তামিম ভালোই প্রতিরোধ গড়ে তোলেন। এই জুটির ব্যাট থেকে আসে ৮৯ রান। ডিন এলগারের যখন এ জুটি ভাঙ্গেন তখন বাংলাদেশর সংগ্রহ ৩ উইকেটে ১৪৪ রান। আর মাহমুদুল্লাহ যখন ফিরেন তখন বাংলাদেশের রান ৪ উইকেটে ১৭৮। মাহমুদুল্লাহ-মুশফিকের ব্যাটিং জুটি থেকে আসে ৩৪ রান। মাহমুদুল্লাহর বিদায়ের পর যখন সাকিব ব্যাট হাতে মাঠে নামেন তখনই নামে বৃষ্টি। এরপর খেলা আপাতত বন্ধ হয়ে যায়।

গতকাল বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। গতকালের ৭ রান নিয়ে আজ আবার ব্যাট করতে নামেন দু ওপেনার তামিম এবং ইমরুল। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৪৬টি মূল্যবান রান। ইমরুল কায়েস ২৬ রান করে দলীয় ৪৬ রানে ভন জিলের বলে স্ট্যাম্পিঙের শিকার হন। এছাড়া, মুমিনুল হক দলীয় ৫৫ রানে হার্মারের বলে ব্যক্তিগত ৬ রান করে বোল্ড হলে বিপদে পড়ে বাংলাদেশ। পরে তামিম-রিয়াদের ধীর ও সতর্ক ব্যাটিংয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় টাইগাররা।