চট্টগ্রামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল

স্টাফ রিপোর্টার: দ্বিতীয় টেস্ট এবং দু ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল শনিবার চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। বিকেল চারটার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দু দল। আগামী মঙ্গলবার থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। একই মাঠে টি-টোয়েন্টি দুটি হবে ১২ ও ১৪ ফেব্রুয়ারি। দুই দল বিমানবন্দর থেকে হোটেল পেনিনসুলায় যাওয়ার পথে বিমানবন্দর সড়ক ও সিডিএ অ্যাভিনিউর একটি অংশে সাধারণ মানুষের যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এরপর যান চলাচল শুরু হলেও দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মনজুর মোরশেদ জানান, দু দলকে ভিভিআইপিদের মতো নিরাপত্তা দেয়া হচ্ছে। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত সড়ক বন্ধ করে দেয়া হয়। সামনে-পেছনে এবং ক্রিকেটারদের বহন করা গাড়ির পাশেও পুলিশের গাড়ি ছিলো। মাস দেড়েক আগে চট্টগ্রাম সফরকালে নগরীর আগ্রাবাদ এলাকায় ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হোটেলের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটে। এর পরপরই সফর বাতিল করে দলকে ফেরার নির্দেশ দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তিনি আরো জানান, ওই ঘটনার কারণে এবার দু দলকে কড়া নিরাপত্তা দেয়া হচ্ছে।