গোলানমালভূমিতে নুসরা ফ্রন্টের বিরুদ্ধে লড়ছে সিরিয়া

 

 

মাথাভাঙ্গা মনিটর: ইহুদিবাদীইসরাইলের দখলে থাকা গোলান মালভূমিতে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরারবিরুদ্ধে অভিযান চালাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী। সেখানে দু পক্ষের মধ্যেপ্রচণ্ড লড়াই চলছে এবং সরকারি সেনারা ভালো অবস্থানে রয়েছে বলে খবর পাওয়াগেছে। গত সপ্তায় সন্ত্রাসীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা শহরে জাতিসংঘপরিচালিত একটি ক্রসিং দখল করে নেয়ার পর থেকে ওই এলাকায় সিরিয়ার সেনারানুসরা ফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে আসছিলো। গত বৃহস্পতিবার থেকে সে লড়াই ভয়াবহআকার ধারণ করেছে। ক্রসিং পয়েন্টে হামলা চালিয়ে সন্ত্রাসীরা ফিজির অন্তত ৪৫জন শান্তিরক্ষীকে অপহরণ করে। ক্রসিং পয়েন্টটি রাজধানী দামেস্ক থেকে ৬৭কিলোমিটার দূরে অবস্থিত।