গাংনীতে প্রীতি ফুটবলে প্রগতি ও কদমতলা একাদশ জয়ী

Gangni pic_12.08.16_Manik_ (2)

মাজেদুল হক মানিক: মেহেরপুর গাংনী উপজেলায় প্রতিনিয়ত ফুটবল খেলা হচ্ছে। বিগত কয়েক বছর ফুটবল অঙ্গণ কিছুটা ঝিমিয়ে পড়লেও এবার নবীন-প্রবীণদের সমন্বয়ে মাঠে গড়াচ্ছে দর্শক কাঙ্ক্ষীত ফুটবল খেলা। গাংনী পৌর এলাকাসহ বিভিন্ন মাঠে স্থানীয় দলের সাথে বাইরের দলগুলোর সাথে প্রীতি ফুটবল খেলা ম্যাচ দেখা যাচ্ছে। দীর্ঘদিন পরে গাংনীর ফুটবলের সেই চিরচেনা পরিবেশ পেয়ে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হচ্ছেন মাঠগুলোতে। গতকাল শুক্রবার গাংনীতে দুটি প্রীতি ম্যাচে গাংনী কদমতলা একাদশ ও প্রগতি ক্লাব একাদশ জয়লাভ করেছে।

গাংনী হাইস্কুল ফুটবল মাঠে গাংনী কদমতলা দলের সাথে সদর উপজেলার শ্যামপুর ফুটবল দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শুরুতেই উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে এক উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করছিলেন দর্শকরা। কদমতলা একাদশের নবীন খেলোয়াড়দের বাড়তি উৎসাহ জুগিয়েছেন এক সময়ের মাঠ কাঁপানো ফুটবলার আজমাইন হোসেন। তিনি ১০ নম্বর জার্সি পরে ম্যাচের পূর্ণ সময় মাঠে ছিলেন। প্রথমার্ধে কদমতলা একাদশের আক্তারুজ্জামান বাবু গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়েও ব্যর্থ হন শ্যামপুর একাদশের খেলোয়াড়রা। শেষ সময় পর্যন্ত উভয় দল গোল করতে ব্যর্থ হয়। এ ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন আহসান হাবীব।

এদিকে একই সময়ে গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রগতি ক্লাব ফুটবল দলের সাথে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচ শুরু হয়। খেলার শুরুতেই স্বাগতিক দলের স্টাইকাররা চেপে বসেন প্রাগপুর দলের ওপর। প্রথমার্ধে ২ গোল করে দলকে এগিয়ে নেন বিজয়ী দলের জয়। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়েও জয় আরো একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষের দিকে বিজয়ী দলের মাঝ মাঠের স্টাইকার তুহিন আরো ১টি গোল করেন। শেষের দিকে আত্মঘাতি ১ গোল খেয়ে ৫-০ গোলে পরাজিত হয় প্রাগপুর। এ ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন আব্বাস উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি ক্লাব সভাপতি মিজানুর রহমান মজনু, সহ-সভাপতি জিয়াউল হক ও সদস্য তানভিরুল ইসলাম উজ্জলসহ ক্লাব সদস্যবৃন্দ।

ঘরের মাঠে প্রীতি ফুটবল ম্যাচ খেলছে গাংনী পৌর একাদশ, কদমতলা একাদশ ও প্রগতি ক্লাব একাদশসহ বিভিন্ন পাড়া-মহল্লার ফুটবল দলগুলো। এর ধারাবাহিকতায় এলাকার বাইরের বিভিন্ন মাঠে তারা প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। এর মধ্যদিয়ে এলাকার আবারো ফুটবলের দেখা মিলছে। চলতি মরসুমে গাংনী পৌরসভার মাঠগুলোতে কয়েকটি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চলছে বলেও জানান ফুটবলাররা।