গাংনীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মকবুল

 

আজকের ক্ষুদে খেলোয়াড়রা একদিন দেশের মুখ উজ্জ্বল করবে

গাংনী প্রতিনিধি: দেশের ক্রীড়াঙ্গণ সম্মৃদ্ধ করতে নতুন খেলোয়াড় তৈরি করতে সংশ্লিষ্ট সকলের আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। গতকাল মঙ্গলবার মেহেরপুর গাংনীতে জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ৪৫তম আসর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, দেশের আনাচে-কানাচে অনেক প্রতিভাবন খেলোয়াড় রয়েছেন। যাদেরকে খুঁজে বের করে প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। এই আসরে অংশগ্রহণকারীদের বিষয়ে তিনি বলেন, এ সকল ক্ষুদে খেলোয়াড়দের মাঝে হয়তো লুকিয়ে রয়েছে দেশের ক্রীড়াঙ্গণের ভবিষ্যত যোগ্য উত্তরসুরী।

গাংনী হাইস্কুল ফুটবলমাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। স্বাগত বক্তব্যে আসরে লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রধান শিক্ষক আফজাল হোসেন, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, আমতৈল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রোকনুজ্জামান, শাটঘাট-চাঁন্দামারী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আসাদুজ্জামান লাল্টু, এইচএমএইচভি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হালিম ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতোর আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোমিনুজ্জামান। গাংনী ও বাওট হাইস্কুল মাঠে প্রতিযোগিতার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।