খেলার খবরঃ ২৪/০২/২০১৬

এশিয়া কাপের সূচি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে খেলাটি। বারোটি সফল আসর অনুষ্ঠিত হলেও এবারের এশিয়া কাপ অন্যগুলোর চেয়ে পুরোই ভিন্ন। ওয়ানডে ফরম্যাটের বদলে এবারের আসর অনুষ্ঠিত হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ও জনপ্রিয় ভার্সন টুয়েন্টি-টুয়েন্টি ফরম্যাটে। এবারের টুর্নামেন্টে এশিয়ার টেস্ট খেলুড়ে চার দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাথে অংশ নেবে বাছাইপর্ব পেরিয়ে আসা দেশ আরব আমিরাত। এবারের আসরের সবগুলো ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

এশিয়া কাপের সূচি:

২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত, ২৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা-আরব আমিরাত, ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ-আরব আমিরাত, ২৭ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান, ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা,
২৯ ফেব্রুয়ারি পাকিস্তান-আরব আমিরাত, ১ মার্চ ভারত-শ্রীলঙ্কা, ২ মার্চ বাংলাদেশ-পাকিস্তান, ৩ মার্চ ভারত-আরব আমিরাত, ৪ মার্চ পাকিস্তান-শ্রীলংকা। ৬ মার্চ ফাইনাল।

মুস্তাফিজ প্রেশার নেয়ার ছেলে নয়: মাশরাফি

স্টাফ রিপোর্টার: আর মাত্র একদিন পরেই এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। কিন্তু লড়াইটা সামনে রেখে বাংলাদেশকে ছাপিয়ে ভারতের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে মুস্তাফিজুর রহমান। কারণ এ তরুণ বোলারই যে বাংলাদেশের মাটিতে গুড়িয়ে দিয়েছিলো বিশ্বের সেরা ব্যাটিং দল ভারতকে। তাই স্বাভাবিকভাবেই অতি প্রত্যাশার চাপে থাকছেন এ তরুণ বোলার। তবে এতে তার খেলায় কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গতকাল মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, একটা সুবিধা হচ্ছে মুস্তাফিজ এগুলো সম্পর্কে কিছুই জানে না। ওকে নিয়ে যতো কথা হচ্ছে, সেগুলো ও কিছুই কানে দেয় না। আর জানলেও এগুলো নিয়ে চিন্তা করে না। আমি শতভাগ নিশ্চিত। ওকে নির্ভার রাখার কিছু নেই। কারণ ও প্রেশার নেয়ার ছেলেও না। এটা ওর জন্মগত পাওয়া। গত বছর ভারতকে গুঁড়িয়ে দিয়েই ওয়ানডে ক্রিকেটে আবির্ভাব মুস্তাফিজের। ছোট্ট ক্যারিয়ারে এরপর বিস্ময় উপহার দিয়েছেন আরও কয়েকবার। এই কদিনেই হয়ে উঠেছেন বাংলাদেশের বোলিং আক্রমণের মূল অস্ত্র।

মাশরাফি জানালেন, মাঠের বাইরে ক্রিকেট বা ক্রিকেটের আলোচনা সামান্যই ভাবায় মুস্তাফিজকে। ওকে নিয়ে বেশি আলোচনা চাপ হতে পারে বলে কথা হচ্ছে; সে সম্পূর্ণ বিপরীত। এসব চিন্তার পুরো বাইরে। অনেক সময় দেখা যায়, অনেকেই বাইরে আলোচনা করলে ওগুলো নিয়ে মাথা ঘামায়, চিন্তা করে। মুস্তাফিজ সম্পূর্ণ উল্টো। ক্রিকেট মাঠে বোলিং করে, ম্যাচ খেলার পর ক্রিকেট নিয়ে ওর কোনো কথা নেই। খেয়ালও করে না যে ওকে নিয়ে কোনো কথা হচ্ছে কী হচ্ছে না।

সরোজগঞ্জ যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসার সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসার ২ দিনব্যাপি বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আকিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান হাজি আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কুতুবপুর ইউপি মেম্বার আলাউদ্দিন, আব্দুল কাদের মাস্টার, মানোয়ার হোসেন জান্টু, মাদরাসার সুপার আব্দুর রহমান, পরিচালনা কমিটির সদস্য নাসির উদ্দিন, সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহসুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মোখলেচুর রহমান লিটন ও ক্রীড়াশিক্ষক মাজেদুল হক। বিকেলে অত্র মাদরাসার ১৩তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রথম বিভাগ ক্রিকেট লিগে শেখ রাসেল ক্রীড়াচক্র ও ফরহাদ অগ্রণী জয়ী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার প্রথম বিভাগ ক্রিকেট লিগে শেখ রাসেল ক্রীড়াচক্র ৮ উইকেটে নিউস্টার ক্লাবকে পরাজিত করেছে। গত সোমবার চুয়াডাঙ্গা পুরোনো স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাটিঙে নেমে নিউস্টার ক্লাব ১৬৮ রান সংগ্রহ করে। নিউস্টার ক্লাবের পক্ষে সাব্বির সর্বোচ্চ ২৩ রান করে।

জবাবে শেখ রাসেল ক্রীড়াচক্র ২১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে জয় নিশ্চিত করে। শেখ রাসেল ক্রীড়াচক্রের পক্ষে সাজু ৫১, কাজী সুমন ৩৬ রান ও শিমুল অপরাজিত ৩০ রানের পাশাপাশি ৩ উইকেট দখল করে। লিগে একের পর এক জয়লাভ করায় শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলায় ফরহাদ অগ্রণী ক্রিকেট ক্লাব ৫ উইকেটে সিটি বয়েজ ক্লাবকে পরাজিত করে। সিটি বয়েজ প্রথমে ব্যাটিং করে ১৫০ রান সংগ্রহ করে। জবাবে ফরহাদ অগ্রণী ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সিটি বয়েজের নাসির সর্বোচ্চ অপরাজিত ৭২ ও ফরহাদ অগ্রণীর জুয়েল সর্বোচ্চ ৫২ রান সংগ্রহ করে।

এনপিএল ক্রিকেটের আলমডাঙ্গা নাইট রাইর্ডাস ফাইনালে

স্টাফ রিপোর্টার: দ্বিতীয় এনপিএল ক্রিকেট লিগের প্রথম সেমিফাইনালে আলমডাঙ্গা নাইট রাইর্ডাস ১৩ রানে রয়েল চ্যালেঞ্জার মুন্সিগঞ্জকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবলমাঠে প্রথম সেমিফাইনালে প্রথমে ব্যাটিঙে নেমে আলমডাঙ্গা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে।

জবাবে রয়েল চ্যালেঞ্জার মুন্সিগঞ্জ নির্ধারিত ওভারে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সোহেল রানা হ্যাটট্রিকসহ ৫ উইকেট দখলের পাশাপাশি ৩৮ রান করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করে। এছাড়া হাইয়েস্ট স্কোরার মাহফুজ, হায়েস্ট উইকেট টেকার মারুফ ও বিগ সিক্সারের পুরস্কার লাভ করে এখলাস। ম্যাচে শেষে পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য জেলা ক্রিকেট টিমের ম্যানেজার বদর খান, হাফিজুর রহমান লাল্টু, তছলিম আরিফ বাবু, রয়েল চ্যালেঞ্জার মুন্সিগঞ্জ দলের মেন্টর সাবেক ক্রিকেটার পিন্টু কুমার আগরওয়ালা, শিশু চিত্রাঙ্কন শিক্ষক জালাল উদ্দিন, অভিভাবক সদস্য জুয়েল আহম্মেদ ও নাজিবুদ্দৌলা খোকন। আজ একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ণ সানরাইজার দশমাইল ও ‘এ’ রানারআপ ওয়াল্টন রয়েল্স। সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা টাউন ক্লাব মাঠে এ সেমিফাইনাল খেলা শুরু হবে।

বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান স্মৃতি ক্রিকেটে পাটাচোরা ইয়াং স্টার ক্লাবের জয়লাভ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান স্মৃতি ক্রিকেটে গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কার্পাসডাঙ্গা কলেজমাঠে কোমরপুর সানরাইজ ক্লাবের আয়োজনে দামুড়হুদা উপজেলার পাটাচোরা ইয়াং স্টার ক্লাব ও কার্পাসডাঙ্গা গোল্ডস্টার ক্লাব অংশগ্রহণ করে। টস জিতে পাটাচোরা ইয়াং স্টার ক্লাব ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। পাটাচোরা ইয়াং স্টার ক্লাব ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। ১৩০ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে কার্পাসডাঙ্গা গোল্ড স্টার ক্লাব ১১ ওভারে ১০ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে। পাটাচোরা ইয়াং স্টার ক্লাব ৫৫ রানে জয়লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পাটাচোরা ইয়াং স্টার ক্লাবের খেলোয়াড় পিন্টু ৩ উইকেট ২৯ রান সংগ্রহ করে। আম্পায়ারের দায়িত্ব পালন করেন তারিকুল ইসলাম ও ফারুক হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুর্নামেন্ট কমিটির সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান কচি ও সম্পাদক সানাউল কবির শিরিন।

 

 

ছবি ০১। মেয়েদের মোরগ লডাইয়ের খেলার একটি মূর্হত।

মুজিবনগর আন্তঃপ্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মুজিবনগর কমপ্লেক্স চত্বরে আন্তঃউপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, প্রধান শিক্ষক আবুল হোসেন, আফতাব উদ্দীন ও শিরিনা খাতুন প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নীলকুঠি কোচিং ক্রিকেট টুর্নামেন্টে রঘুনাথপুর ভিক্টোরিয়া ক্লাব ও গোল্ডেন ক্লাবের জয়লাভ

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর কলোনিপাড়া প্রাথমিক বিদ্যালয়মাঠে গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে আমঝুপি নীলকুঠি কোচিং ক্রিকেট টুর্নামেন্টের খেলায় অংশগ্রহণ করে রঘুনাথপুর ভিক্টোরিয়া ক্লাব ও আমঝুপি রক স্টার। রঘুনাথপুর ভিক্টোরিয়া ক্লাব টস জিতে আমঝুপি রক স্টারকে ব্যাটে আমন্ত্রণ জানালে অধিনায়ক বাবুর নেতৃত্বে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ১০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করে।

অপরদিকে রঘুনাথপুর ভিক্টোরিয়া ক্লাব ৬১ রানের টার্গেট নিয়ে অধিনায়ক হাবিবুরের নেতৃত্বে ব্যাট করতে নেমে ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করে জয় ছিনিয়ে আনে। দলের পক্ষে হাবিবুর সর্বোচ্চ ২৯ রান করে। সর্বোচ্চ ৪টি উইকেট পায় আকাশ।

দিনের অপর খেলায় রঘুনাথপুর গোল্ডেন ক্লাব ও আমঝুপি জোয়ার্দ্দারপাড়া সুপারস্টার ক্লাব। রঘুনাথপুর গোল্ডেন ক্লাব টস জিতে অধিনায়ক নাসিমের নেতৃতে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। জবাবে আমঝুপি জোয়ার্দ্দারপাড়া সুপার স্টার ক্লাব ১১৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৯ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে আমঝুপি জোয়ার্দ্দারপাড়া সুপার স্টার ক্লাবকে পরাজিত করে। রঘুনাথপুর গোল্ডেন ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান সংগ্রহ করে রকি। মুহিন ও নাঈম ৩টি করে উইকেট পায়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. নাসিম আলী ও মো. মিজানুর রহমান।